আমাদের ছোটখোকা গুলো বড় হয়ে গেছে।
লিখেছেন লিখেছেন আমীর আজম ০১ নভেম্বর, ২০১৩, ১০:২০:৫৬ সকাল
সেই সময়ের কথা মনে পড়ছে যখন বাংলাদেশ দলের 80- 90 রানের মধ্যে 6-7 টা উইকেট পড়ে যেত। তারপর 100 করাই যেখানে অসম্ভব মনে হত সেখানে টানাটানি করে 180-190।
খুবই আগ্রহ আর উৎকন্ঠার সাথে খেলা দেখতাম। মনে হত নিজেই বুঝি স্কোরটাকে টেনেটুনে বাড়ালাম।
তারপর বরাবরের মত সেই একই ফলাফল।
মন খারাপ করে বলতাম কবে যে বাংলাদেশ 200 ছাড়ানো স্কোর করতে পারবে। কিন্তু হতাশ হতাম না। বিশ্বাস ছিল এমন একটা দিন আসবে। আমাদের ছোট্ট দেশের এই ছোট্ট ছেলেগুলো একদিন না একদিন বড় কিছু করবে।
সময় পরিবর্তন হয়ে গেছে। এখন আর বাংলাদেশ 200 করার জন্য মাঠে নামেনা। এখন জেতার জন্যই মাঠে নামে।
কিন্তু অবাক করা বিষয় হল আগে বাংলাদেশ জিতলে যেমন লাফালাফি ছোটাছুটি শুরু হয়ে যেত। এখন আর সেরকম হয় না। আমাদের খেলোয়াড়দের ছোট ছোট গম্ভীর মুখগুলো দেখলে মনে হয়, " এ আর এমন কি! জয়টা তো আমাদের প্রাপ্যই। "
বোঝা যায় আমাদের ছোট খোকাগুলো এখন বড় হয়ে গেছে।
তারা এখন আর আনন্দের আতিশয্যে ফেটে পড়ে না। পাহাড় সমান সফলতা নিয়েও তারা থাকে নিরাবেগ। আবার নতুন করে স্বপ্ন দেখে। নতুন আশায় বুক বাঁধে। নতুন করে ছক আঁকে ফের নতুন একটা দূর্গ জয়ের।
অভিনন্দন মুশফিকুর রহিমদের।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন